চলে এসেছে শীত। তার আমেজ অনুভূতি হচ্ছে কলকাতা ও তার শহরতলিতে। কলকাতা ছাড়াও অন্যান্য জেলা গুলোতে শীত শীত ভাব। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির নিচে।
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকলেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। জানিয়েছিল অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকেই পাহাড় থেকে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমে নামতে পারে।
ইতিমধ্যে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ গত কয়েক দিনের তুলনায় নিম্নমুখী।
Advertisement