#দিলীপ-ঘোষ: ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে গুজরাট বানাবেন, বুধবার কোচবিহারের দিনহাটার জনসভা থেকে এমন প্রতিশ্রুতিই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে জনসম্মুখে এদিন পশ্চিমবঙ্গের আসন্ন একুশের নির্বাচনকে বিজেপির অগ্নিপরীক্ষা বলেও উল্লেখ করেন তিনি।
কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “কোচবিহারের যুবাদের বাড়ি-ঘর, মা-বাবা, স্ত্রী সন্তান পরিজন ছেড়ে উপার্জনের জন্য গুজরাট-রাজস্থানে যেতে হয়। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে গুজরাট বানাবো। রাজ্যেই কাজ পাবেন যুবক-যুবতীরা।”
ঠিক তারপরেই আমজনতাকে আসন্ন বিধানসভা নির্বাচনের তাৎপর্য বোঝাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “লোকসভা নির্বাচনে আপনারা আমাদের প্রার্থী নিশীথদাকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। সেটা ছিল সেমিফাইনাল। এবার বিধানসভা নির্বাচন আসছে। এটা হল ফাইনাল পরীক্ষা। বিজেপির কাছে এই নির্বাচন অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে আমাদের প্রার্থীদের আরও বেশি করে ভোট দিতে হবে।”