#মমতা-বন্দ্যোপাধ্যায়: সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সময়ের ব্যবধান যতই কমছে, ততই বেড়ে চলেছে রাজনৈতিক পারদ। নির্বাচনের রণনীতি ঠিক করার পাশাপাশি রাজনৈতিক দলগুলির নেতাকর্মীরা লিপ্ত হচ্ছেন বাকযুদ্ধে। আজ ফের একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আবারও বহিরাগত বলে আখ্যায়িত করেছেন তিনি। একইসঙ্গে এদিন আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে বিজেপিকে ‘বস্তাপচা জঙ্গল পার্টি’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ তুলেছেন, গেরুয়া শিবির বাইরে থেকে এসে এ রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তৃণমূল সুপ্রিমোর দাবি, কোনও উন্নয়নমূলক কাজ না করে রাজ্যের বিরোধিতা করাই কেন্দ্রের একমাত্র কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, “রাজ্যের উন্নয়নের কথা বলতে গেলে রামায়ণ, মহাভারত, বাইবেল পড়া শেষ হয়ে যাবে।” এদিন পরোক্ষভাবে বিজেপিকে ‘গারবেজ অফ লাইস’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবত আজও এই বক্তব্যের পুনরাবৃত্তি করতে ছাড়েননি তিনি। নির্বাচনের আগে গেরুয়া শিবির রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও সরব হয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জানিয়েছেন যে যারা বাইরে থেকে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাদের কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না।