#কলকাতা: আনন্দপুর থানা এলাকার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রের। বহুতলের ২৪ তলা থেকে ঝাঁপ দেয় সেই ছাত্র। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ প্রতিবেশীরা প্রথমে ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সেখান থেকে ওই ছাত্রকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকরা ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন।
বহুহল আবাসনের নিরাপত্তাকর্মীরা প্রথম আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ছাত্রটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছি অত্যন্ত মেধাবী এই ছাত্র কয়েকমাস আগেই এই আবাসনে আসে।কিন্তু ঠিক কি কারণে ছাত্রটি আত্মহত্যা করল, তা জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে অন্যকোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সাথে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।