#টিএমসি: সামনেই বিধানসভা নির্বাচন। তার ওপরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিল তৃণমূলে। তবে এবারে কোনো নেতা-নেত্রীর মধ্যে নয়। দলের কর্মীদের মন সম্মানের জন্য এবার তৃণমূল ভবনের সামনে। এদিন দলের কর্মীদের যথাযথ সম্মান, গুরুত্ব না দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে কলকাতায় তৃণমূল ভবনের সামনে হাজির হয় কয়েকশো দলীয় কর্মী। যদিও ভবনের সামনে তাঁদের হাতে দলের পতাকা ও ছিল। এবং অবশেষে অনেক বোঝানোর পর কিছুটা নিয়ন্ত্রণে আসে এই বিক্ষোভ। তবে এদিন কলকাতায় এমন ঘটনার পর, বেলার দিকে মেদিনীপুর থেকে দার্জিলিং – বিভিন্ন প্রান্তের কয়েকশো কর্মী জড়ো হলেন শাসকদলের সদর দপ্তরের সামনে। বহু চেষ্টা করার পরও থামেনি বিক্ষোভ।
এদিন বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমকে জানান, “আমরা দলের বহু পুরনো কর্মী। কিন্তু তেমন গুরুত্ব পাচ্ছি না। ভোট কিংবা দলের অন্যান্য কাজে আমাদের ডাকা হচ্ছে না। তাই আমরা নেত্রীর কাছে জানতে এসেছি, এর কারণ কী। আমরা আবার ভোটের কাজ করতে চাই আগের মতো। আমাদের দলকে ফের ক্ষমতায় আনতে চাই।” যদিও সেখানে পরে পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন সুব্রত বক্সি। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, অভিযোগের কথা শোনেন। তারপর জানান যে আগামী বৃহস্পতিবার তাঁদের এক প্রতিনিধিদলের সঙ্গে তিনি নিজে আলোচনায় বসবেন। তারপর কিছুটা হলেও থামে বিক্ষোভ।