#রেল_পরিষেবা: রাজ্যবাসীর দাবি মেনে শেষমেষ রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন চালানোয় ছাড়পত্র দিল রেল। শুক্রবার একটি ট্যুইট করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘২ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ থেকে চলবে ৫৪টি প্যাসেঞ্জার ট্রেন।’
করোনা সংক্রমণের পরিস্থিতিতে লকডাউনের জেরে মার্চ মাস থেকেই দেশজুড়ে বন্ধ ছিল রেল পরিষেবা। আনলক প্রক্রিয়া শুরু হলেই, দীর্ঘ বিরতির পর শেষমেষ কলকাতা ও শহরতলিতে চলতে শুরু করেছে লোকাল ট্রেন। তবে এখনও বন্ধ রয়েছে দূরের জেলাগুলির প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। যার ফলে কলকাতা থেকে রেলপথে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বহু মানুষ। লোকাল ট্রেন চালু হওয়ার পর প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবিতে বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। অবশেষে সেই দাবি মেনে নিয়ে সাড়া দিল রেল।
এদিন রেলমন্ত্রী জানিয়েছেন, ‘২ ডিসেম্বর থেকে মোট ২৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চলবে পশ্চিমবঙ্গে। সম্পূর্ণ সুরক্ষাবিধি মেনে চলবে ট্রেন।’ করোনা সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। তবে রেলের তরফে এখনও ট্রেনের তালিকা প্রকাশ করা হয়নি।