#মাদ্রাজ_হাইকোর্ট : অবিলম্বে বন্ধ হোক স্যাটেলাইট টিভি চ্যানেলে সম্প্রচার হওয়া অশালীন ভিডিও, এমনই একটি মামলা দায়ের করা হয়েছিল মাদ্রাজ হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই রায় দিয়ে জানানো হল, টিভিতে চলা কন্ডোমের বিজ্ঞাপন দেখলে মনে হয় পর্ণ ফিল্ম চলছে। যার দ্বারা তরুণ প্রজন্ম ভালো কিছুই শিখছে না, তাই সমস্ত চ্যানেলকে এরকম অশালীন বিজ্ঞাপন না দেখানোর আবেদন জানানো হয়েছে।
এদিন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি পুগালেন্দি এবং বিচারপতি এন কিরুবারাকানের ডিভিশন বেঞ্চ জানায়, রাত দশটার পরে সমস্ত চ্যানেলে এমন ভাবে কন্ডোমের বিজ্ঞাপন চলে। যার পুরো বিজ্ঞাপন জুড়েই নগ্নতা, যেখানে মহিলাদের অশালীন ভাবে ব্যবহার করা হয়।
কাজেই, এ সমস্ত বিজ্ঞাপন রুখতেই মূলত সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলিকে স্থগিতাদেশ দেবে আদালত। জানা যাচ্ছে, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হবে। তবে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি পয়লা ডিসেম্বর।