#অহনা_দেওল : দেওল পরিবারে খুশির খবর, যমজ সন্তানের মা হলেন ধর্মেন্দ্র সিং দেওল ও হেমা মালিনীর ছোট মেয়ে অহনা দেওল।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে অহনা দেওল একটি নোটের মাধ্যমে জানিয়েছেন, “আমাদের যমজ মেয়ে অ্যাস্ট্রাইয়া ও অ্যাডিয়ার আগমনে ভীষণ খুশি। ২৬ নভেম্বর ২০২০-তে আমি অহনা এবং বৈভব বোহরা গর্বিত আবারও বাবা-মা হতে পরে। দাদা ডারিয়ান বোহরাও উৎসাহিত। ঠাকুমা-ঠাকুরদা হয়েছেন পুষ্পা ও বিপিন বোহরা, দিদা-দাদু হয়েছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র দেওল।”
দিদা হওয়ার পর স্পটবয়কে দেওয়া ইন্টারভিউতে অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন, “যখন থেকে তিনি জানতে পেরেছেন অহনা মা হতে চলেছেন তখন থেকে একটা চাপা উত্তেজনা আর শঙ্কা কাজ করেছে ইতিমধ্যে তিনি শুধুমাত্র নিজের বাড়ি থেকে অহনার বাড়ি যাতায়াত করতেন এছাড়া তিনি কোথাও যাননি এখন তিন সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন, তাদের খেয়াল রাখতে পারবেন।”
অন্যদিকে ধর্মেন্দ্র দেওল জানিয়েছেন, আমাদের ফুলের বাগান বড় হচ্ছে। এষার দুই মেয়ে এবং অহনার তিন সন্তান, আমার এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই।
প্রসঙ্গত, ২০১৪ সালে দিল্লির ব্যবসায়ী বৈভব বোহরার সঙ্গে বিয়ে হয় অহনার। ২০১৫ সালের মা হন অহনা। কোল আলো করে আসে পুত্র ডারিন।