ওসামা বিন লাদেনের পর সবথেকে কুখ্যাত জঙ্গী আল কায়দার (Al Qaeda) প্রধান আয়মান আল জওয়াহিরির মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছে আরব নিউজ।
আরব নিউজ-এর ওই প্রতিবেদনে দাবি করেছে প্রায় এক মাস আগেই আফগানিস্তানে মৃত্যু হয়েছে জওয়াহিরির। যদিও ঠিক কোনজায়গায় মৃত্যু হয়েছে তাঁর তা জানা যায়নি। এই সংবাদ সত্যি হলে নিঃসন্দেহে বড় সমস্যার মুখে পড়বে আল কায়দা।
প্রসঙ্গত আজ থেকে তিন দশক আগে পাকিস্তানের পেশোয়ারে ওসামা বিন লাদেনের সঙ্গে মিলিতভাবে আল কায়দা প্রতিষ্ঠা করেছিল মিশরীয় চিকিৎসক জওয়াহিরি। পাকিস্তান ও আফগানিস্তানের একাধিক সূত্র উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল আল কয়দা প্রধান। মার্কিন হামলার ভয়ে চিকিৎসার জন কোথাও যেতে পারছিল না সে। তাই একপ্রকার বিনা চিকিৎসায় আফগানিস্তানের গোপন ডেরায় মৃত্যু হয়েছে তার। তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি আল কায়দা।