#আবহাওয়া: স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা, জানালো আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে বলেই জানা গেছে।
শীতের জন্য হাপিত্যেস করে থাকা বাঙালির জন্য এর চেয়ে ভাল খবর আর কী হতে পারে।শীত প্রিয় বাঙালির জন্য প্রায় এসে পড়েছে শীত। প্রায় সারা বছরই গরম আর বর্ষার একঘেয়ে আবহাওয়ার পর ঠান্ডা ফুরফুরে উত্তুরে হাওয়া যেন এক নিমেষে মন ভাল করে দিচ্ছে। তবে এর সাথে রয়েছে জ্বর সর্দি কাশি ইত্যাদিও ।
আবহাওয়া দফতর থেকে আগেই আভাস দিয়েছিল, এ বছর ঠান্ডা শুধু জাঁকিয়ে পড়বে তাই নয়, অনেকটা দীর্ঘায়িতও হবে । সেই পূর্বাভাস মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই খেল দেখাতে শুরু করল শীত।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও নীচে নামবে পারদ।
নভেম্বরের প্রথমেই ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ । আরে বছর দীর্ঘস্থায়ী হওয়ার আভাস পেয়ে খুশি শহরবাসী।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা । আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে।