#ভারতীয়_সেনা: পার্শ্ববর্তী শত্রু দেশকে শিক্ষা দিতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছে ভারত। চিনের চোখ রাঙানী যোগ্য জবাব দিতে সুসজ্জিত হচ্ছ এ ভারতীয় সেনাবাহিনী। এদিন ভারতীয় সেনা বাহিনীতে যুক্ত হলো কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। উল্লেখ্য কয়েকদিন আগেই ব্রাহ্মোসের এয়ার লঞ্চড ভার্সনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিআরডিও।
প্রসঙ্গত শুক্রবার বিকেল ৩ টে ৫০ মিনিট নাগাদ ওড়িশার বালাসোরে (Balasore) এই মিসাইল সিস্টেম উৎক্ষেপণ করে ডিআরডিও। যা ৩০ সেকেন্ডের মধ্যে পাইলটহীন টার্গেট ভেহিকেলকে গুড়িয়ে দেয়। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি একক পর্যায়ের সলিড প্রোপেলান্ট রকেট মোটরের মাধ্যমে চালানো যায়। আকাশ পথে ৩০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই মিসাইল। লঞ্চারটি তৈরির মূল উদ্দেশ্য, মাটি থেকে প্রতিপক্ষের যুদ্ধবিমানে আঘাত করা। উল্লেখ্য, ২০১৭ সালে ভারত প্রথম কুইক অ্যাকশন মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।