#সৌমিত্র চট্টোপাধ্যায়: বয়সের দিক থেকে অনেকটাই দূরত্ব তাদের। তারা দুজনেই হলেন বাঙালির আইকন৷ তাদের সম্পর্ক খানিকটা একই আকাশের দুই নক্ষত্রের মতো। সৌমিত্র চট্টোপাধ্যায় যদি অভিনয়ের জগতে বাঙালির গৌরব হন তাহলে ক্রিকেটের মধ্যে বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে নিজেদের আরও এক নক্ষত্রকে হারাল বাঙালি৷
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ট্যুইটারে তিনি লিখলেন, ‘আপনার অবদান প্রচুর, এবার শান্তিতে বিশ্রাম নিতে পারবেন৷’ প্রয়াত অভিনেতার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
U have done so much ..u can rest in peace … pic.twitter.com/MoASWLUsqQ
Advertisement— Sourav Ganguly (@SGanguly99) November 15, 2020
অভিনয় জগতের মানুষ হলেও ক্রিকেটে দারুণ আগ্রহ ছিল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের৷ ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই ইডেন গার্ডেন্সে প্রচুর খেলা দেখেছেন তিনি ৷ তবে তিনি বেশি ভালবাসতেন টেস্ট ক্রিকেট দেখতে৷
এদিন বেলা ১২.১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷ অভিনয় জগৎ তো বটেই, বিভিন্নে ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন৷ শোকবার্তায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি৷
নরেন্দ্র মোদী এদিন ট্যুইট করে জানিয়েছেন, ‘সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ–সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’
৪০ দিনেরও বেশি সময় ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তার পর সেই সংক্রমণ সারলেও তাঁর শরীরে একাধিক গুরুতর উপসর্গ দেখা দেয়। চিকিৎসকরা সব রকম চেষ্টা করেও তাঁকে ফেরাতে পারলেন না। সৌমিত্রর শারীরিক অবস্থার চরম অবনতি হয় বৃহস্পতিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দেয়। অবশেষে রবিবার ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। বাংলা–সহ সারা বিশ্ব তাঁর প্রয়াণে শোকস্তবদ্ধ।