#রায়পুর, রাজ্য ‘লাভ জিহাদ’ রুখতে ইতিমধ্যেই আইন প্রণয়নের সিদ্ধান্ত ত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, অসম ও কর্নাটক-এর। বিহারে ‘লাভ জিহাদে’র বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিংহ।পাশাপাশি এই আইনের খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।এবার লাভ জিহাদ’ নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন ছত্তীসগঢ়ের মখ্যমন্ত্রী।তাঁর প্রশ্ন, বিজেপি নেতাদের পরিবারের সদস্যদের ভিন ধর্মে বিয়েও কি লাভ জিহাদ?
তিনি বলেন, তাঁর প্রশ্ন, অনেক বিজেপি নেতার আত্মীয় ভিন্ ধর্মে বিয়ে করেছেন। তাহলে ওই বিয়েগুলি কী লাভ জিহাদের সংজ্ঞা? তাঁর মোতে, বিয়ে একটি ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে কোনও আইন প্রণয়ন সম্পূর্ণ অসাংবিধানিক। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেছিলেন, দেশের ঐক্যের পক্ষে বিপদ।তাই এই বিপদ রুখতে আইন প্রণয়ন জরুরি। এ ব্যাপারে গিরিরাজ আইন প্রণয়নের দাবি তুললেও তা অন্তত প্রকাশ্যে আমল দিচ্ছে না মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ।