#দীপাবলি#নরেন্দ্র_মোদি: গত বেশ কয়েক বছরের মত এই বছরও সেনা জওয়াদের সাথে দীপাবলি কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়সালমীরের সেনা ব্যারাকে জওয়ানদের উদ্বুদ্ধ করতে দীপাবলির রোশনাইতে মেতে উঠবেন মোদি। পাশাপাশি দেশের সীমান্ত সুরক্ষায় প্রতিনিয়ত নিজেদের উৎসর্গ করতে গিয়ে জওয়ানরা যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাতে সম্মান জানিয়ে আজ প্রত্যেক দেশবাসীকে একটি করে প্রদীপ জ্বালানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
सभी देशवासियों को दीपावली की हार्दिक मंगलकामनाएं।
Wishing everyone a Happy Diwali! May this festival further brightness and happiness. May everyone be prosperous and healthy.
Advertisement— Narendra Modi (@narendramodi) November 14, 2020
এদিন টুইট করে প্রধানমন্ত্রী জানান, “দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা। খুশির এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুক। প্রত্যেকে সুস্থ থাকুন।” প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতিবছরই সেনাবাহিনীর জওয়ানদের সাথে দীপাবলি কাটিয়ে থাকেন মোদি। করোনা আবহেও এবছর সেই প্রথার অন্যথা হয়নি।
প্রসঙ্গত, গতকালই জম্মু-কাশ্মীরের উরিতে পাক সেনার আক্রমণে ৫ সেনা জওয়ান সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। তবে পাল্টা হামলায় ছয় পাক সেনাকে ঘায়েল করে ভারতীয় সেনা। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সেনা জওয়ানদের সাথে সময় কাটানো যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।