#দিব্যা_ভাটনাগর : ফের করোনার ছায়া অভিনয় জগতে। এবার করোনাক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনাগর। বর্তমানে তাঁর অবস্থা গুরুতর থাকায়, ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁকে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়ো কলের থেকে একটি স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন “হাই, আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।”
ইন্সট্রাগ্রামে শেয়ার করা এই স্ক্রিনশটে লক্ষ্য করা গেছে, হাসপাতালের বিছানায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় রয়েছেন দিব্যা ভাটনাগর।
এই সময়ের প্রতিবেদন সূত্রে খবর,গুরগাঁও’র একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর মা জানিয়েছেন, “গত ৬ দিন ধরে দিব্যার গায়ে জ্বর রয়েছে। ওর শরীরে তীব্র অস্বস্তি ছিল। আমি দিল্লি থেকে চলে আসি আর বাড়িতে একটা অক্সিমিটার নিই। ওর অক্সিজেনের মাত্রা মাপতে শুরু করি, সেটা ৭১-এ নেমে যায়। এখন ওকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। এখন ওর অক্সিজেনের মাত্রা ৮৪। ওর অবস্থা আশংকাজনক। রিপোর্ট সবে এসেছে। ওর কোভিড পজিটিভ ধরা পড়েছে।”