#পৌলমী_বসু : গত রবিবার প্রয়াত হন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখনও যেই শোক কাটিয়ে উঠতে পারেনি কেউই। অভিনেতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সৌমিত্র কন্যা পৌলমী বসু। এরপরেই একটি নিউজ ওয়েব পোর্টালের প্রতিবেদনের দ্বারাই কথা ওঠে, এ বছর নাকি যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন পৌলমী বসু।
যদিও ওই প্রতিবেদনে উল্লিখিত ছিল – “এই সম্ভাবনার কোনও কনফার্মেশন নেই। আবার উড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতিও নেই।”
তবে এমন অনিশ্চত প্রসঙ্গ কেনই বা লেখা থাকবে! সেই দাবিকেই নিন্দা জানিয়েছেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। একইসঙ্গে কোনও রাজনৈতির দলের প্রার্থী হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিয়েছেন তিনি।
এর সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে পৌলমী বসু লিখেছেন, “আমার বাবা দু’দিন হল চলে গিয়েছেন। একটু শোক পালন করতে দিন।”
এমনকি ওই প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করে পৌলমী বসু লিখেছেন, “এটা কী ধরণের অসভ্যতা? কারও কি কোনও দায়িত্ববোধ নেই? আপনারা কীভাবে এই ধরণের ভুলভাল কথা লিখতে পারেন? আমার বাবা দু’দিন হল চলে গিয়েছেন। আমাকে একটু শোক পালন করার অনুমতি অন্তত দিন।”