#কাশ্মীর: আবার মর্মান্তরিক ঘটনা ঘটলো কাশ্মীরে। এদিন সেখানকার কুপওয়াড়াতে নিয়ন্ত্রণরেখায় অবস্থিত সেনা পোস্টে হিমবাহের ধাক্কায় মারা গেলেন এক সেনা। এর সাথে সাথে আহত হন ২ জন সেনা। এই দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই ৩ জনকে সেখানকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। নিয়ে গেলে জানা যায় যে তাঁদের মধ্য ১ জনের মৃত্যু হয়েছে ও বাকি ২ জন গুরুত্বর জখম অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জম্মু–কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, রোশান পেস্টে রাত ৮টা নাগাদ এই হিমবাহ ধাক্কা মারে। এছাড়াও মৃত জওয়ানের নাম নিখিল শর্মা বলে জানিয়েছে। ২৫ বছর বয়সি এই সেনা রাষ্ট্রীয় রাইফেলের রাইফেল ম্যানের পদে ছিলেন। উলেক্ষ যে এর আগেও ভারী তুষারপাতে রবিবার রাতে ২ জন মহিলা ও শিশু সহ ১০ জনকে উদ্ধার করে ভারতীয় সেনা। এর পর কাশ্মীরের প্রশাসন কুপওয়াড়া, বান্দিপোরা, বারামুল্লা এবং গন্দেরবালে হিমবাহ সতর্কতা জারি করা হয়।
প্রসঙ্গত উলেক্ষ যে, বেশ কিছুদিন ধরে জম্মু–কাশ্মীরের উঁচু এলাকাগুলিতে ভারী তুষারপাত হচ্ছে। যার ফলে জম্মু–শ্রীনগর জাতীয় হাইওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, যাতে তুষাপাতে ও বরফে কারোর ক্ষতি না হয়।