#সত্যজিৎ ঘোষ: একের পর এক নক্ষত্রপতন হয়ে চলেছে এ বছরে। বলিউড, টলিউড, ক্রিকেট, ফুটবল সব ক্ষেত্রেই আমরা হারিয়েছি নামি তারকাদের। প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মোহনবাগান এবং ভারতের জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডারের ৷ সোশ্যাল মিডিয়াতে প্রথম তার মৃত্যুসংবাদ পাওয়া যায় ৷
১৯৮১ সালে রেলওয়ে এফসি থেকে মোহনবাগানে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি ৷ হেড শর্টেই দক্ষ ছিলেন তিনি ৷ এরপর মহমেডানে সই করলেও পরবর্তী সময়ে ফিরে আসেন আবার মোহনবাগানেই ৷ সবুজ-মেরুনে খেলেই অবসর নেন তিনি ৷
Indian Football mourns the sad demise of defender Satyajit Ghosh. Our thoughts are with the bereaved family. He was 62.
May his soul rest in peace ???? ????????
???? Rup Kishore Sen#IndianFootball ⚽ pic.twitter.com/7mbBtMBner
— Indian Football Team (@IndianFootball) November 9, 2020
ব্যান্ডেলের বাসিন্দা ছিলেন সত্যজিৎ। ১৯৮৫ সালের নেহরু কাপেও খেলেছিলেন তিনি ৷ ভারতের জাতীয় দলের অত্যন্ত নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন তিনি ৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে।