#বিহার_নির্বাচন: বিহারের ভোট গণনা নিয়ে টানটান উত্তেজনা ছিল সারাদিন। কারণ গতকাল সারাদিন ধরে বিহারে চলেছে ২৪৩ টি আসনের ভোট গণনা। এবং আজ অবশেষে ভোরের দিকে নির্বাচনের চুড়ান্ত ফলাফল আসে। সেখানে নীতীশ কুমারের এনডিএ জোট বিজয়ী ঘোষিত হয়। ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে গণনা শেষে বিহারে সরকার গড়ার দৌড়ে মহাজোটকে পিছনে ফেলে দেয় বিহারে ক্ষমতাসীন এনডিএ। এবং এই চূড়ান্ত ফলাফল আসার পর বিহারবাসীকে টুইট করে শুভেচ্ছা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিহার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট করে বলেন, ‘‘বিহার আত্মনির্ভর হয়ে পথ দেখাবে। বিহারের তরুণ প্রজন্ম এনডিএ-র উপর ভরসা করেছেন। বিহারে ১৫ বছর ধরে এনডিএ সরকারের সুশাসন। এর জেরেই ফের ক্ষমতায় এনডিএ সরকার ৷’’
बिहार में जनता-जनार्दन के आशीर्वाद से लोकतंत्र ने एक बार फिर विजय प्राप्त की है।@BJP4Bihar के साथ एनडीए के सभी कार्यकर्ताओं ने जिस संकल्प-समर्पण भाव के साथ कार्य किया, वह अभिभूत करने वाला है। मैं कार्यकर्ताओं को बधाई देता हूं और बिहार की जनता के प्रति हृदय से आभार प्रकट करता हूं।
Advertisement— Narendra Modi (@narendramodi) November 10, 2020
এর পাশাপাশি তিনি বলেন, উন্নয়নই যে একমাত্র চাহিদা তার প্রমাণ দিয়েছেন বিহারবাসী। এনডিএ জোটকে নির্বাচিত করে বিহারের উন্নয়ন সুনিশ্চিত করেছেন তাঁরা। এই জয় গরিব, কৃষক, শ্রমিক মজদুরের জয়। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই বিহার শাসন করবে এনডিএ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে অমিত শাহ ও ট্যুইট করে বলেন, ‘‘ফের জাতিবাদের বিরুদ্ধে রায় দিলেন বিহারবাসী। উন্নয়নের জন্য ভোট দিয়েছে বিহার। বিহারে ডাবল ইঞ্জিনের জয়। এই ফলাফল বিকাশ, বিশ্বাস ও উন্নয়নের জয় ৷’’
बिहार के हर वर्ग ने फिर एक बार खोखलेवादे, जातिवाद और तुष्टिकरण की राजनीति को सिरे से नकार कर NDA के विकासवाद का परचम लहराया है।
यह हर बिहारवासी की आशाओं और आकांक्षाओं की जीत है…@narendramodi जी और @nitishkumar जी के डबल इंजन विकास की जीत है।@BJP4Bihar के कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) November 10, 2020