#জগদীপ ধনখড়: ফের রাজ্যের পুলিশকর্তা ও আমলাদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার ট্যুইট করে তিনি একইসঙ্গে পক্ষপাতদুষ্ট IAS ও IPS-দের সতর্ক করেন। তিনি বলেন, ‘নিজেকে যতই বড় ভাবুন না কেন, মনে রাখবেন আইনের থেকে বড় আপনি নন।’
এদিন আধিকারিকদের সরাসরি সতর্ক করে রাজ্যপাল লেখেন, ‘রাজনৈতিকভাবে প্রভাবিত মমতা সরকারের সরকারি চাকুরেদের একাংশ আমার সতর্কবাণীর কিছুটা কাজ হয়েছে। তবে কিছু আধিকারিক এখনো কথা শুনছেন না। যা তাদের পেশা প্রভাব ফেলতে পারে। অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হতে পারেন তারা।’ তিনি আরও বলেন, ‘নিজেকে যতই বড় ভাবুন না কেন, মনে রাখবেন আইন সব সময় আপনার থেকে ওপরে।’
My alerts to politically motivated public servants @MamataOfficial have been partially impactful as some are still in defiance unmindful that such misconduct has serious career & criminal consequences.
AdvertisementThey must heed ‘Be you ever so high, the law is always above you!’ and amend.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 9, 2020
Public servants @MamataOfficial political alignment is illegal and criminal wrong.
Time to flush out Extra constitutional authorities & illegal intruders #MAP of power corridors to protect democracy.
Only escape route for violators is to dump political hat & serve as per law.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 9, 2020
রাজ্যপালের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। তাঁদের IAS ও IPS অ্যাসোসিয়েশনের বিধি মেনে রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত। এর ব্যতিক্রম ঘটলে মারাত্মক ফল ভুগতে হতে পারে তাদের।’
রাজ্যপাল লেখেন, ‘সরকারি আধিকারিকদের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে বোঝাপড়া বেআইনি ও অপরাধমূলক ভুল। সংবিধান বহির্ভূত ও বেআইনি কর্তৃত্বকে উপড়ে গণতন্ত্রকে সুরক্ষিত করা উচিত তাঁদের। আইন ভঙ্গকারীদের কাছে বাঁচার রাস্তা একটাই। রাজনীতির টুপি খুলে আইন মেনে কাজ করা।’