#মুর্শিদাবাদ – দীপাবলীর দিন রাতের বেলা ঘটে গেল এক ভয়ানক ঘটনা। শনিবার রাতে মুর্শিদাবাদের বরঞা থানার রুহিনা মোড়ে চলন্ত ট্রাকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সব। এর ফলে ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে বরঞা থানার পুলিশ এলে এই উত্তেজনা কিছুটা কমানো হয়। ভিডিও পুলিশ সূত্রের খবর এর ফলে কেউ আহত হয়নি।
পুলিশ সূত্রে খবর, এ দিন বরঞা-কলেশ্বর রাজ্য সড়কে রুহিনা মোড় রাতের বেলা এলাকায় হঠাৎ একটি ছোট ট্রাকে আগুন ধরে যায়। রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটি দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ আসার আগে ওই এলাকায় ছড়িয়ে যায় উত্তেজনা। প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে আসে বরঞা থানার পুলিশও।
এর পর কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি আয়ত্তে আসে। এই ব্যাপারে পুলিশ তদন্ত করতে শুরু করেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ মনে করছে যে, গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনাটি ঘটেছে। তবে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।