জেনে নিন আজকের রাশিফল- ৩০শে নভেম্বর, ২০২০
মেষ : প্রয়োজনে পুরোনো বন্ধুর থেকে সহযোগিতা পাওয়া সহজ হতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।
বৃষ : কেনাকাটায় আজ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট : খেয়ালিপনা ছেড়ে জটিল কোনো কাজ সম্পাদনে আজ বয়স্ক ও প্রভাবশালীদের মতামতকে গুরুত্ব দিন।
মিথুন : নিজের কর্মস্থল বা ব্যবসায়িক ক্ষেত্রে সতীর্থ বিপরীত লিঙ্গের সহযোগিতা না চাওয়াই উত্তম হবে।
কন্যা : রাজনৈতিক কাজে মনোযোগ দিন। কাজে অবহেলা না করে জনসংযোগ ও প্রচারমূলক যে কোনো ধরনের কাজে নিজেকে মনোনিবেশ করুন।
সিংহ : পুরনো কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়ন করতে গেলে তা ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই পদোন্নতির যোগ রয়েছে।
তুলা : পুরনো পাওনা আদায়ে সমঝোতার উদ্যোগ সুফল বয়ে আনতে পারে।
মকর : বিয়ের যোগ ও রোমান্টিক বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন। তবে কারও কারও ক্ষেত্রে মানসিক অস্থিরতার কারণ হতে পারে।
ধনু : প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময়তায় ভরে উঠতে পারে। বিপরীত লিঙ্গের পরিচিত কেউ আজ আপনার আর্থিক সহায়তায় এগিয়ে আসতে পারে।
কুম্ভ : আজ আপনার বন্ধুরা আপনাকে উত্তেজিত করতে পারে। আজ বন্ধুদের ইমোশনাল বিষয়ে ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা রয়েছে।
মীন : প্রভাবশালীদের ভালো ব্যবহার আপনার জন্য কল্যাণকর হতে পারে।