#আমেরিকা: চলতি বছর ডিসেম্বর মাসের শুরুর দিকেই আমেরিকায় চালু হবে কোভিড টিকাকরণ প্রক্রিয়া, রবিবার এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিড প্রকল্পের মুখ্য পরামর্শদাতা মনসেফ স্লাউই।
স্লাউই সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন যে টিকাকরণ কেন্দ্রে ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করার অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন দফতর এফডিএ। জানা যাচ্ছে, ফাইজার এবং মডার্না তাদের তৈরি ভ্যাকসিন ৯৫% কার্যকরী ঘোষণা করার পরে এই দু’টি অনুমোদনের উদ্দেশে ৮-১০ই ডিসেম্বর পর্যন্ত বৈঠকে বসবেন এফডিএ’র টিকা বিশেষজ্ঞরা।
প্ৰসঙ্গত, ইতিমধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োগের উদ্দেশ্যে চূড়ান্ত পর্বের ট্রায়ালের অন্তর্গত তাদের তৈরি ভ্যাকসিন অনুমোদনের আবেদন এফডিএতে জমা দিয়েছে ফাইজার ইনকর্পোরেটিভ এবং সহযোগী সংস্থা বায়োএনটেক এসই। অন্যদিকে, একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড টিকা তৈরি করেছে মডার্না।