করোনা চিকিৎসার ব্যবস্থার পরিদর্শন করতে আরো একবার রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দল। উল্লেখ্য যে ডিসেম্বরের আগে যে রাজ্যগুলিতে সংক্রমণের পরিস্থিতি উদ্বেগজনক সেই সকল রাজ্যে প্রদর্শন করতে আসছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। সারাদেশে মোট পাঁচটি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। সারা ভারতে করোনার গ্রাফ কিছুটা স্বস্তি দিলেও সেই রাজ্যগুলিতে সুস্থতার সংখ্যা কমের সাথে সাথে বাড়ছে করোনার সংখ্যাও। যার কারণেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো দিন স্থির করা হয়নি। কে উল্লেখ্য যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তালিকায় রয়েছে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ দিল্লির মত রাজ্যগুলি যেখানে করোনা সংক্রমণ সবথেকে বেশি। এমনকি এও খবর আসছে যে এই রাজ্যগুলিতে সংক্রমণ কিছুটা কম না হলে আবার বন্ধ হতে পারে ট্রেন চলাচল ব্যবস্থা। কিন্তু রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে শুরু হতে পারে আবার নতুন ঝামেলা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মার্চ মাস থেকে দেশে করোনা সংক্রমণ দেখা দিলে তারপরে কেন্দ্রীয় দল পাঠানো হয় রাজ্যে। যার তীব্র বিরোধিতা করে রাজ্য সরকার। যদিও সেবারে সফরে এসে এখানকার একাধিক হাসপাতালে প্রশংসা করেছিল কেন্দ্র। এছাড়াও, দৈনিক আক্রান্তের ও মৃত্যুর তালিকা নিয়েও সংকোচ প্রকাশ করেছিল কেন্দ্র। তাদের দাবি ছিল যে পশ্চিমবঙ্গ আসল তালিকা প্রকাশ করছে না। যার কারণে কেন্দ্রীয় দল এসেছিল রাজ্যে। তবে সূত্রের খবর অনুযায়ী এইবারে শুধু পশ্চিমবঙ্গে নয়, দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান ও গুজরাটের মতো বিভিন্ন রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধির দল।