#হাওড়া: বৃহস্পতিবারের ব্যস্ত হাওড়া ব্রিজে হঠাৎই চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। আজ বিকেলে এই ঘটনাটি ঘটে, ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বাসটি নাকতলা থেকে হাওড়া আসছিল। তবে, এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।হরিনাভি-হাওড়া স্টেশন রুটের ওই মিনিবাসে চালকের পাশে ইঞ্জিন থেকে লাগে আগুন। দ্রুত খালি করে দেওয়া হয় বাস।
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।হাওড়া ব্রিজ পেরিয়ে স্টেশনে ঢোকার মুখে, হঠাত্ই আগুন ধরে যায় বাসটিতে। আগুন দেখে সঙ্গে সঙ্গে তা থামিয়ে দেন চালক। আতঙ্কিত যাত্রীরা হুড়মুড়িয়ে নামেন বাস থেকে। দমকল পৌছনর আগেই অবশ্য পুরো ভস্মীভূত হয়ে যায় গোটা বাসটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক কোনও ত্রুটি থেকেই আগুন লাগে। ঘটনার পর থেকে বাসের চালক ফেরার।সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে হাওড়া ব্রিজের যান চলাচল।