আমি প্রজ্ঞা আচার্য্য, সংবাদটাইমসের একজন কপি রাইটার। রাজনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, টেকনোলজি, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আমার কৌতূহল এবং সীমিত জ্ঞান ফুটিয়ে তুলতে আমি সর্বদা উন্মুখ। আর সেই কারণেই সংবাদ টাইমসে আমার যোগদান। শিক্ষাক্ষেত্রের বাইরের জগতকে আরও ভালোভাবে উপলব্ধি করতেই সাংবাদিকতা বেছে নিয়েছি আমি।