#কলকাতা: ভাইফোঁটার নাম করে বাড়িতে আমন্ত্রণ, তারপর বেধড়ক মারধর এক ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি সেই ব্যক্তিকে। মৃতের নাম প্রবীর দাস, বয়স ৩৮। ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় খুনের মামলা দায়ের হয়েছে। মৃতের পরিবার ব্যক্তির চার বন্ধুর বিরুদ্ধে এফআইআর করেছে। মৃতের বাড়ি লেক থানা এলাকার রহিম ওস্তাগর লেনে।
পরিবারের দাবি, ভাইফোঁটার দিন নিমত্রণ করা হয়েছিল প্রবীর দাসকে। সেইমতো ঢাকুরিয়া পঞ্চাননতলা এলাকায় বন্ধুর বাড়িতে যান প্রবীর। সেখানে পুরনো শত্রুতার জেরে তাঁকে মারধর করে বন্ধুরা। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে গোলপার্কের কাছে সাদার্ন অ্যাভিনিউতে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করেন। গতকাল চিকিৎসাকালীন হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।ঘটনাকে ঘিরে উঠছে নানান প্রশ্ন। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ব্যক্তির দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।