#রাজকোট: গুজরাতের রাজকোটের শিবানন্দ হাসপাতালে কাকভোরে হঠাৎ আগুন। সকলের ঘুমের মধ্যেই এই ভয়াবহ ঘটনা। পুড়ে, দম আটকে মারা গেলেন অন্তত ৬ রোগী। শিবানন্দ হাসপাতালের আইসিইউয়ে এই আগুন লাগে প্রথমে। ঘটনার সময় আইসিইউতে ১১ জন রোগী ছিলেন।
মাভাডির সর্দার নগরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশালিটি ট্রাস্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। ধীরে ধীরে আইসিইউ থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য কক্ষেও। প্রশাসনের ধারণা, আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে কিন্তু আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বেশ কিছুক্ষনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। রোগীদের পাঠানো হয়েছে অন্য হাসপাতালে। ৬ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন রোগী গুরুতর জখম হয়েছেন। এই আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।