#বাঁকুড়া: টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা মাইল মেজিয়ায় দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৩ কিশোর। তিনজনেরই বয়স ১৭ এর আশেপাশে। তল্লাশি চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে বাকি ১ জনের এখনো খোঁজ চলছে। জানা গিয়েছে তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা।
পরিবারের দাবি, গতকাল তিনজনেই ঘরে টিউশনের নাম করে বের হয়। অনেক্ষন হয়ে যাওয়ায় না ফেরায় শুরু হয় তল্লাশি। তারপরই খবর আসে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে তিন কিশোর।আজ সকালে উদ্ধার হয় একজনের মৃতদেহ, বেলার দিকে ওপর একজনের উদ্ধার হয়। বাকি একজনের খোঁজ জারি রয়েছে।
Advertisement